বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার শাকপালা এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, অজ্ঞাতনামা ওই নারী কয়েক দিন যাবত শাকপালা ও তার আশপাশে পাগলীর বেশে ঘোরাফেরা করছিল। মঙ্গলবার রাস্তার পাশে তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াদুদ আলম জানান, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন পাগলীর বেশে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি ঘোরাফেরা করেছেন বলে এলাকাবাসী জানিয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গভীর রাতে সড়কে চলার সময় দ্রুতগামী ট্রাক বা ভারি যানবাহন তাকে ধাক্কা দিতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ