টাঙ্গাইলের সখীপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বক্তৃতা করেন ক্যাপ্টেন মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুর আমীন মুকুল, সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার, সম্পাদক প্রশান্ত কুমার সরকার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারীর বলেন, ‘এ বছর সখীপুরে ২৮টি স্থানে পূজা উদযাপন করা হবে। এতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও আনসার মোতায়েন করা হবে।
বিডি প্রতিদিন/এএম