চাঁদপুর শহরের বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত বিভিন্ন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাদের মধ্য থেকে জেলা পর্যায়ে গত ১৭ সেপ্টম্বর তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে ২৬ সেপ্টেম্বর এই তথ্য জানা গেছে।
তিনি ১৯৮৬ সালে এসএসসি, ১৯৮৮ সালে এইচএসসি এবং ১৯৯০ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে শিক্ষকতা পেশায় যোগদান করার পর আলীগঞ্জ পিটিআই থেকে সি-ইনএড, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিটিউট থেকে ডিপ.ইন.এড. ও এম.এড. প্রশিক্ষণ গ্রহণ করেন।
এছাড়া চাঁদপুর সদর উপজেলায় বাংলা ও সেন্ড প্রশিক্ষণে টট ট্রেইনারের দায়িত্ব পালন করেন। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ২০১০ সালে সনাক ও টিআইবি এর পক্ষ থেকে বেগম রোকেয়া সম্মাননা প্রদান করা হয় তাকে।
বিডি প্রতিদিন/হিমেল