দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ার শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী প্রাথমিক শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপি চলা ওই কর্মসূচিতে শিক্ষক খন্দকার মাসুদ রানা, টি.এম নূরুল আলম, দেলোয়ার হোসেন, শামিমা আক্তার বন্যা, সেলিনা সুলতানা লিখন, রউফুননেছা রাশু, শফিকুল ইসলাম, আবুল কাশেম, রবিউল আহসান, রুহুল আমিন, আফাজ উদ্দিন, আব্দুল মোমিন, বেল্লাল হোসেন, রফিকুল ইসলাম পুটু, শহিদুল ইসলাম, জিয়াউল ইসলাম জিয়া, শাহিনুর রহমান, শামছ উদ্দিন ফিজার, নাসির উদ্দিন, মাহমুদা রাখি, তুহিন ইসলাম বক্তব্য রাখেন।
এতে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকরা যে বেতন পান তা দিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। এছাড়া প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল