বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিকরা। আজ শনিবার বেলা ১০ টার দিকে বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে উপজেলার ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার সহকারি শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এক দফা দাবিতে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির শিক্ষক নেতা মশিউল ইসলাম, বদিউজ্জামান বাদল, মো. রফিকুল ইসলাম, উৎপল হালদার, শারমিন আক্তার, ফারজানা সুলতানা ও মরিয়ম আক্তার।
এ সময় বক্তারা বলেন, সহকারি শিক্ষকদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ