টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী ফেরদৌস ও তার ভাইদের জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী প্রতিবন্ধী ফেরদৌসসহ তার পরিবারের সদস্যরা বিষয়টি জানিয়েছেন। শনিবার দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেরদৌস ও তার ভাই ইদ্রিস আলী। বক্তব্যে তারা বলেন, আদালতের মাধ্যমে আমরা ডিক্রি পেয়েছি। হালসন পর্যন্ত খাজনা খারিজ প্রদান করেছি। তারপরও আমরা জমিতে যেতে পারছি না। গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ তার সহযোগিরা আমাদের জমি দখল করেছে। জমিতে গেলে ক্ষমতার দাপট দেখিয়ে গত একমাসে বিভিন্ন দফায় মারপিট করেছে। উপস্থিত ভুক্তভোগীরা তাদের জমি ফেরতসহ জীবনের নিরাপত্তা চেয়েছেন।
এদিকে বক্তব্য জানতে অভিযুক্ত বিএনপি নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল