পঞ্চগড়ে তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পঞ্চগড় জেলা তথ্য অফিসার মোঃ হায়দার আলী তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে নাগরিকের তথ্য চাওয়ার প্রক্রিয়া ও করণীয় বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। জেলা প্রশাসক সাবেত আলী সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ট্রেজারী শাখা) ফরহাদ আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, মোকলেছুর রহমান সান। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ইতিবাচক তথ্য দিতেও অনেকে ভয় পায়। অনেকে তথ্য চাইতেও নেতিবাচক আচরণ করে। এসব সমন্বয় করতে হবে। ইতিবাচক তথ্যও সমাজ গঠনে ভূমিকা রাখে।
বিডি প্রতিদিন/এএ