পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে মোছা. আয়শা খাতুন (৪) মো. ইনামুল হক (৫) নামের দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোছা. আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে ও মো. ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের মো. আজাদুল ইসলামের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ফুপাত ভাই বোন।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাফিজুল (৩০) এর মা মারা যায়, ঐদিন নিহত ইনামুল হক তার মা-বাবার সাথে নানিকে দেখতে এসে আর বাড়ি যায়নি। শনিবার হাফিজুল এর মায়ের জিয়ারত (মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা) খাওয়ানোর দিন ছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। এদিকে হাফিজুল এর মেয়ে আয়শা ও তার ভাগ্নে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনই ডুবে যায়। পরে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ দেখতে পায়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার সময়ই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোছা. ফাতেমা তুজ জান্নাত বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি শুনেছি পুন্ডুরিয়ায় দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন দুঃখজনক ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল