বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন।
দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’।
সভায় বক্তারা বলেন, যে কোন বিধিমালা, প্রবিধানমালা ও আইন প্রনয়ণের পর গেজেট হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের এবিষয়ে শতভাগ ধারণা থাকতে হবে। তবেই সাধারণ মানুষ কাঙ্খিত সেবা পাবে। সকলের তথ্য অধিকার আইন জানা প্রয়োজন। তথ্য অধিকার আইন জনগনের জন্য উল্লেখ করে বক্তারা আরও জানান সরকারি দপ্তরের তথ্য ওয়েবসাইডে হালনাগাদ করতে হবে। স্বপ্রনোদিতভাবে তথ্য ভান্ডার উন্মোচন করতে হবে। তথ্য পাওয়ার মধ্যদিয়ে সাধারণ মানুষ মুক্তি পাবে। সরকারি দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তা অবশ্যই নিয়োগ করতে হবে বলে জানানো হয়।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, জনগণের ও দেশের স্বার্থে তথ্য চাওয়া উচিত। কাউকে উদ্দেশ্যমূলকভাবে তথ্য চাওয়া ঠিক না। এতে সরকারি দপ্তরের সময় নষ্ট হয়।
আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহেমেদ, স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা তথ্য অফিসের পরিচালক মো: রিয়াদুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনসহ টিআইবির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম