কুষ্টিয়ার-রাজবাড়ী মহাসড়কের খোকসা কুঠিপাড়ায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মক্তব থেকে ফেরার পথে আপন দুই বোনসহ চার শিশু ছাত্রী নিহত হয়েছে।
রবিবার সকাল সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলো- খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও সাদিয়া (১২) ও হেলাল শেখের মেয়ে যুথি খাতুন (১২)।
এছাড়া আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০) আহত হয়েছে।
এরা সবাই পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
হতাহতদের সকলের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে। সকালে তারা শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদের মক্তব্যে পড়তে গিয়েছিল। মক্তব থেকে ফেরার পথে কুঠিপাড়ায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজনের মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক শাহিনা খানম। আহত বাকি তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।
এদিকে ঘাতক মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। তবে এতে থাকা চালকসহ পাঁচজন পালিয়ে গেছেন।
পরে এ ঘটনায় স্থানীয় জনতা জাতীয় মহাসড়কটি অবরোধ করে রাখেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতার বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/একেএ