দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ট্রাকের ধাক্কায় নূর আলম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে বিরামপুর উপজেলার বিজুল বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আলম (৪০) বিরামপুরের বিজুল গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে বিরামপুরে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেলের আরোহী নূর আলম নিহত হন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই