শরীয়তপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবজাতকের স্বজন ও শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় রোগীর স্বজন ও শিক্ষার্থীরা ঘটনার তদন্ত, ওই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও দোষীদের বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর আতিকা সুলতানা নামে এক গর্ভবতী নারী প্রসব বেদনা নিয়ে শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে ভর্তি হয়। তখন আতিকা সুলতানার স্বামী মো. বাবুল সিকদার নামাজ আদায় করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার অনুমতি ছাড়াই অপারেশন করে।
অপারেশনে কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের পর থেকেই নবজাতক অসুস্থ হয়। তাকে ঢাকায় প্রেরণ করা হলে সেখানেই মৃত্যুবরণ করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, ভুল চিকিৎসার কারণে নবজাতকের সমস্যা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই