গাইবান্ধা সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত ও জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইন-বিচার-সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামে সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, রাস্ট্র সংস্কার আন্দোলনের জেলা আহবায়ক মৃনাল কান্তি বর্মন, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ।
স্মারকলিপিতে দুর্নীতি-অনিয়মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সেই সাথে গাইবান্ধা সাবরেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য গাইবান্ধাবাসীর প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল