বাকস্বাধীনতা ও তথ্যের অবাধ অভিগম্যতা নিশ্চিতের মাধ্যমে স্বপ্নের “নতুন বাংলাদেশ” বিনির্মাণে রবিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডিডিএলজি মো: ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, জেলা পরিষদের সিইও খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কায়সার খসরু প্রমুখ।
জেলা প্রশাসন গাজীপুরের আয়োজিত কর্মসূচির শুরুতে তথ্য অধিকার আইন-২০০৯ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অবহিতকরণের লক্ষ্যে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুমি রানী দাশ।
জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পোর্টালগুলো নিয়মিত হালনাগাদ রাখার কোন বিকল্প নেই। যত দ্রুত সম্ভব প্রতিটি পোর্টাল হালনাগাদ করার তাগিদ প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএ