'কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ' এ শ্লোগানকে সমানে রেখে চাঁপাইনবাবগঞ্জে কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা খাতুন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, সিভিস সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. রেশমা খাতুন, প্রাণিসম্পদ অফিসার গোলাম মোস্তফাসহ অন্যরা।
বক্তারা বলেন, প্রত্যেক কন্যাশিশুদের মানসিক বিকাশ করার সুযোগ দিতে হবে। তাদের কোন ধরনের মানসিক বা শারীরিক চাপ প্রয়োগ করা যাবে না।
বিডি প্রতিদিন/জামশেদ