সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতি সমিতির ১ ও ২ এর সকল কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সিনিয়র জেনারেল ম্যানেজার আলী আশরাফ মোহাম্মদ সালেহের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন, ডিজিএম কারিগরি মোঃ বেলাল হোসেন, লাইন টেকনেশিয়ান মোঃ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম ও অপারেশন এন্ড মেনটেনেন্স কৌশিক দেবনাথ প্রমুখ।
মানবন্ধনে বক্তাগণ বিআরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক-অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণ সকল দাবী বাস্তবায়নের আহবান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম