নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নার্সরা ৩ঘন্টা কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার আজিম উদ্দিন,সিনিয়র ষ্টাফ নার্স ওবাইদুর রহমান, নার্সিং সুপারভাইজারআয়েশা খাতুন হাসি,নার্সিং ইন্সট্রাক্টর মোমতাজ বেগম, মাসুম বিল্লাহ প্রমূখ।
বক্তাগণ তাদের এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এদিকে কর্মবিরতি চললেও জরুরী সেবা দেয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। কর্মসূচি থেকে একই দাবিতে আগামীকাল ৬ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম