পাহাড়ে শান্তি , সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উদযাপনের অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।
আজ মঙ্গলবার সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নে পক্ষ থেকে বিভিন্ন পূজা উদযাপন কমিটিকে আর্থিক অনুদানকালে তিনি একথা বলেন।
এসময় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ১৭টি মন্দিরে আর্থিক অনুদান দিয়েছে সেনাবাহিনী। এছাড়া দুজন হতদরিদ্র ব্যক্তিকে আর্থিক সহায়তা দেয়া হয়। সব মিলে ২লাখ ১০হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন রিজিয়নের জি টু মেজর জাবির সোবহান মিয়াদ।
বিডি প্রতিদিন/জামশেদ