গাইবান্ধার ফুলছড়িতে বন্যাকবলিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে গাইবান্ধা জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সিনিয়র সহ-সভাপতি মোন্নাফ আলমগীর, শহর বিএনপির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক নুরুল আজাদ মণ্ডল, জেলা ড্যাব সভাপতি ডা. আ খ ম আসাদুজ্জামান সাজু, সদর থানা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোসারফ হোসেন বাবু, ফুলছড়ি থানা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নান্নু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সহ-সভাপতি লিপন, সাধারণ সম্পাদক দুখু, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া জিম, সাধারণ সম্পাদক তারেক, সদর থানার আহ্বায়ক আলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হক মামুন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিষ্ণু কুমার দাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই ত্রাণ কার্যক্রমের মাধ্যমে বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াতে জেলা বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানান নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল