কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেলকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। তিনি পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী (কুমারপুর) গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।
বুধবার বেলা ১২ টার দিকে পাকুন্দিয়ার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে রুবেল নামে এক ব্যক্তি বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে ট্রাক চালাতে নিষেধ করেন রুবেল। চালক রুবেল এতে ক্ষুব্ধ হয়ে ট্রাকটি রেখে চলে যান। পরে দেশিয় অস্ত্রসস্ত্রসহ রুহুল আমিন হিমেলসহ কয়েকজনকে নিয়ে ফিরে আসেন। তারা ঘটনাস্থলে এসে কাউকে না পেয়ে হোসেন্দী পাল বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মতিউর রহমানের ওয়ার্কশপ ভাঙচুর করেন। বাধা দিলে তারা মতিউর রহমানকে পিটিয়ে মারাত্মক জখম করেন।
এ ঘটনায় মতিউর রহমানের ছেলে বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারের পর হিমেলকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম