বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা করার মামলায় বান্দরবানের সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের আর্মিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর সদস্যরা।
বান্দরবান সদর থানার ওসি আবদুল জলিল জানান, শহরের ক্যাং মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা এবং আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ এনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে এ পর্যন্ত ৫টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, সদর থানায় দায়ের করা ৫টি মামলার মধ্যে ৪টি মামলায় আবু তৈয়ব চৌধুরীর নাম রয়েছে। তবে বাদী হয়ে হাবিব আল মাহমুদের দায়ের করা একটি মামলায় আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএ