শেরপুরের নালিতাবাড়ীতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন খবর পাওয়া গেছে। বুধবার (২ অক্টোবর) সকালে তার মৃতদেহ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃত রফিকুল ইসলাম উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া বোর্ডঘর এলাকার রহুল আমীনের ছেলে। জানা গেছে, এক সন্তানের পিতা রফিকুল ইসলাম নেশায় আসক্ত ছিলো। এ নিয়ে তার পরিবারের লোকজনের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর ধারাবাহিকতায় তিনি মঙ্গলবার রাতে বিষপান করে। এসময় টের পেয়ে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, রফিকুলের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ