কুয়াকাটায় ১১শ ২ জন জেলের মাঝে ৬৫ দিনের অবরোধের দ্বিতীয় পর্যায়ের ভিজিএফের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী ভূমি (রাজস্ব) কর্মকর্তা কৌশিক আহমেদের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়। এ সময় পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারী ছাড়াও পৌর বিএনপির সভাপতি আঃ
আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ৬৫ দিনের অবরোধে জেলে প্রতি ৮৪ কেজি চাল বরাদ্দ
করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ৫৪ কেজি করে চাল বিতরণ করেন। দ্বিতীয় পর্যায়ে
৩০ কেজি করে দুই দফায় মোট ৮৪ কেজি চাল জেলে প্রতি বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ