টাঙ্গাইলের সখীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেছে সখীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে নির্ভয়ে পূজা উদযাপন করা নিয়ে বক্তব্য করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। এ সময় আরও বক্তৃতা করেন সাব ইনস্পেকটর মো. মাসুদ রানা, পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার প্রমুখ। সখীপুর উপজেলার বিভিন্ন স্থানে ২৮টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, সারা দেশের মতো সখীপুরেও যথাযথভাবে পূজা উদযাপন করা হবে। জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সকল প্রকার আইনশৃঙ্খলা মেইনটেইন করা হচ্ছে। আশা করছি পূজা নিয়ে কোথাও কোন বিশৃঙ্খলা দেখা দিবে না।
বিডি প্রতিদিন/এএ