খাগড়াছড়িতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানা নিহতের প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষক সোহেল রানা নিহতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
অন্যথায় লাগাতার অবরোধ ও হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মো. সোহেল রানা স্মারকলিপিতে সই করেন।
বিডি-প্রতিদিন/