চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার মধ্যরাতে ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।
জানা গেছে, বুধবার মধ্যরাত ৩টার দিকে ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১০/২-এস কাছ দিয়ে দুই ব্যক্তিকে একটি বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে বিজিবি।
একপর্যায়ে তারা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতে পালিয়ে যায়।
পরে ওই বস্তা থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সব ধরনের নাশকতা রোধে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/কেএ