কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পূর্ব বড় ভেওলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া বলেন, "লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।"
বিডিপ্রতিদিন/কবিরুল