জয়পুরহাটের কালাই উপজেলায় শিয়ালের কামড়ে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু, যুবক, বৃদ্ধ এবং নারীরাও রয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের বাগইল ও তালোড়া বাইগুনি গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- বাগইল গ্রামের মকবুল হোসেন (৬৫), সুজাউল ইসলাম (২৫), আক্কাস আলী (৪৩), শ্যামলী আক্তার (২৩), মুর্শিদা খাতুন (৩২), তোফায়েল (৮), সুমন (৭) এবং তালোড়া বাইগুনি গ্রামের মোতালেব হোসেন (৪৯), জাহাঙ্গীর আলম (৪৬), সুকুর আলী (৩৪), সুজেল চন্দ্র (৩৯), হরেন মালী (৫৬)। আহত বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাগইল গ্রামের শিয়ালের কামড়ে আহত শ্যামলী আক্তারের স্বামী জানান, বুধবার রাতে একটি শিয়াল গ্রামে ঢুকে যাকে সামনে পেয়েছে, তাকেই কামড় দিয়েছে। এমনকি ঘরের ভেতর ঢুকেও কামড় দিয়েছে। আমাদের আশপাশের ১১ জনকে কামড় দিয়েছে শিয়াল। রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিনের জন্য জেলা হাসপাতালে যেতে বলেছে। ঝামেলা এড়াতে আমরা বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিচ্ছি।
তালোড়া বাইগুনি গ্রামের মোতালেব হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে শিয়াল আমার ছোট ভাইসহ গ্রামের আরও পাঁচ-ছয়জনকে কামড় দেয়। এখন পুরো এলাকায় শিয়ালের আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র বলেন, ভ্যাকসিনের ঘাটতির কারণে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ভ্যাকসিন সংগ্রহের জন্য।
বিডিপ্রতিদিন/কবিরুল