সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোচালকসহ গুরুতর আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের দতা বড়বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের মৃত ইসবর আলীর ছেলে, অটোচালক ইজাজুরর রহমান (৩৮), কুমিল্লাহ জেলার মুরাদনগর থানার বড় পিপরিয়া গ্রামের হান্নান মিয়ার ছেলে সুহেল মিয়া (৩৭), তার স্ত্রী লেখা বেগম (৩০), ও ছেলে ইয়াসিন মিয়া (১৩)।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস ও রশিদপুর থেকে যাত্রী নিয়ে মিয়ারবাজারগামী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা। আহত সবাই সিএনজি যাত্রী। তাদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডকিলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে গাঢাকা দেন ঘাতক বাসচালক। এসময় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সেবুল মিয়া বলেন, আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুঘর্টনাকবলিত বাস ও সিএনজি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ