ফরিদপুরের বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর বাজারস্থ কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর অনেকেই নিজেদের বিএনপি নেতাকর্মী দাবি করছে। অথচ তাদের অনেককে আওয়ামী লীগের নৌকার নিচে বসে থাকতে দেখেছি। যারা ঘন ঘন দল পরিবর্তন করেছে, দল ছেড়ে চলে গেছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। নীতিবান-আদর্শবানরা শেষ পর্যন্ত টিকে থাকে।
তিনি আরও বলেন, দলের ভেতর নানাভাবে চক্রান্ত চলছে, সেই দলীয় চক্রান্ত আমরা দলীয়ভাবে মোকাবিলা করব। আমি ১৩৭টি মামলার আসামি। বিএনপি করার কারণে আমার মাকে মারা হয়েছে, আমার বাড়িঘর লুট করা হয়েছে। আমি বিএনপির কোনো বড় নেতা নই, কিন্তু বিএনপির পরীক্ষিত কর্মী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, সাবেক পৌর মেয়র আব্দুল শুকুর শেখ, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি খান আতাউর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সঞ্জয় কুমার সাহা, যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রশীদ হেলাল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল ঠাকুর পিন্টু, শহীদউদ্দিন মিয়া দিপু, জাকির হোসেন টিআই, সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস শেখ, রবিউল ইসলাম সম্রাট, মহিবুল ইসলাম তুহিন, দেলোয়ার হোসেন, মো. ইমরান হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই