রাজবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে রাজবাড়ী জেলা বিএনপি। শুক্রবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।
প্রধান অতিথির বক্তব্য লিয়াকত আলী বাবু বলেন, রাজবাড়ীতে এ বছর ৪৪০টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা রাজবাড়ীর পৌরসভা ও গোয়ালন্দ উপজেলার সকল পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছি। প্রাথমিকভাবে গোয়ালন্দ উপজেলা ও রাজবাড়ী পৌরসভার ৫২টি পূজা মন্ডপে আমরা ২ লাখ টাকা দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের এই পূজা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে হয়। সেই কারণে আমরা জেলা বিএনপির নেতকর্মীরা সজাগ রয়েছি।
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ খালেদ পাভেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ন আহবায়ক রেজাউল হক শিকদার পিন্টু, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান বক্তব্য রাখেন।
সভায় রাজবাড়ী পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি ধীরেশ চন্দ্রবর্তী, সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তীসহ বেশ কয়েকটি মন্দিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ