ঝিনাইদহের কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান অদুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
চেয়ারম্যান অদু ১ নম্বর সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আনন্দবাগ গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আজিফ জানান, গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও কাউন্টার ভাঙচুরসহ দুটি নাশকতা মামলার আসামি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অদু।
বিডি প্রতিদিন/এমআই