মানিকগঞ্জ সদর উপজেলায় ২৫ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার আসামি আব্দুল আলিম নামের এক বখাটে যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আলিম (২৫) মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন মার্কেটে সহকারী হিসেবে কাজ করতেন।
র্যাব জানান, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সকালে কৌশলে বাড়ির অদূরে কাঠবাগানে ডেকে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ করেন আব্দুল আলিম। এসময় ওই বুদ্ধি প্রতিবন্ধী আত্মচিৎকার করলে অভিযুক্ত আব্দুল আলিম পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ১৮ সেপ্টেম্বর আব্দুল আলিমকে আসামী করে মানিকগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলার করেন।
বিডি প্রতিদিন/এএম