কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্থাপনের ২০ বছর পর মিলেছে নিজস্ব পোস্টাল কোড। গত ২৪ অক্টোবর সরকারের ডাক অধিদপ্তরের পরিচালক মো. জাকির হাসান নুর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পোস্টাল কোডটির অনুমোদন দেওয়া হয়। মনোহরগঞ্জ উপজেলা পোস্ট কোড নম্বর ৩৫৯০। গতকাল শনিবার প্রজ্ঞাপনটি ঘোষণা করে সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করে। এর মাধ্যমে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলাবাসী সকল ক্ষেত্রে এই পোস্ট কোড ৩৫৯০ ব্যবহার করতে পারবে।
তথ্যানুযায়ী জানা যায়, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি জেলার লাকসাম উপজেলা থেকে ১১টি ইউনিয়ন কর্তন করে মনোহরগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করে। উপজেলাটির মধ্যে ১৬টি পোস্ট অফিস রয়েছে। বিকেন্দ্রিকরণের নামে উপজেলা সদরের মনোহরগঞ্জ, নরহরিপুর, হাসনাবাদ, বাইশগাঁও, দাদঘর, নোয়াগাঁও, পোমগাঁও, কাশিপুর ও আমতলী বাজার নামে এ ৯টি পোস্ট অফিস গত ২০ বছরের বেশি সময় ধরে চাঁদপুর জেলার শাহরাস্তির চিতোষী সাব-পোস্ট অফিসের অধীনে রয়েছে। যার পোস্ট কোড নং- ৩৬২৩।
অন্যদিকে, উপজেলার লাল চাঁদপুর পোষ্ট অফিস মুদাফ্ফরগঞ্জের অধিনে যার কোড ৩৫৬২, লক্ষণপুর নিজস্ব কোড ৩৫৭১, বিপুলাসার নিজস্ব কোড ৩৫৭২ এবং ইকবালনগর, উত্তরহাওলা, নাথেরপেটুয়া ও ভোগই এই ৪টি পোস্ট অফিস লাকসাম উপজেলার অধীনে রয়েছে। যার পোস্ট কোড নং- ৩৫৭০।
মনোহরগঞ্জ উপজেলা পোস্ট মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) ফরহাদ হোসেন জানান, উপজেলার পোস্ট অফিসে ১ জন পোস্ট মাস্টার, ২ জন অপারেটার, ১ জন পোস্টম্যান, ১ জন রানার ও ১ জন পেকার থাকার কথা যার বিপরীতে রয়েছে মাত্র ৩ জন, তাও ১ জন এই মাসেই অবসরে যাবেন। কিন্তু এ উপজেলা ডাক বিভাগ একটি ভবন করলেও পর্যাপ্ত লোকবল নিয়োগ দেয়নি। যার ফলে আমাদেরকে জোড়াতালি দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা বলেন, মনোহরগঞ্জ পোস্ট অফিসের নিজস্ব কোড ও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ার সমস্যাটি দীর্ঘদিনের। যেহেতু মনোহরগঞ্জ উপজেলার নিজস্ব পোস্ট কোড আমরা পেয়েছি, আশা করছি অবশিষ্ট সমস্যাগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল