সিরাজগঞ্জে অপহরণের পর হত্যার দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি নাহিদ শেখ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে র্যাব-১২ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাহিদ শেখ সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লাহর ফরিদ শেখের ছেলে।
র্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, ২০১৬ সালের ২৫ জুন শহরের আলাউদ্দিন ষ্টোরের কর্মচারী শামীম শেখ বকেয়া টাকা উত্তোলনের জন্য উল্লাপাড়ায় গিয়ে নিখোঁজ হয়। পরদিন উল্লাপাড়া থানা পুলিশ বড়হর দক্ষিন পাড়া থেকে তার লাশ উদ্ধার করেন। এ ঘটনায় শামীমের বাবা শামসুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নাহিদসহ কয়েকজনকে গ্রেফতার করলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নাহিদ শেখসহ আরো তিনজনকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন। আসামীরা পলাতক থাকায় র্যাব সদস্যরা গ্রেফতারে অভিযানে নামে। রায়ের ১৫ দিনের মধ্যে গত ১৩ সেপ্টেম্বর ইসমাইল শেখ নামে একজনকে গ্রেফতার করে এবং সোমবার রাতে নাহিদ শেখকে গ্রেফতার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত নাহিদকে থানায় হস্তান্তরপুর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএম