নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে মহাপরিচালকসহ সকল ক্যাডার অপসারণ করে ওই পদে নার্সদের পদায়নের এক দফা দাবী যথাযথ বাস্তবায়ন না হওয়ায় চুয়াডাঙ্গায় কর্মরত ও শিক্ষার্থী নার্সরা চার ঘন্টা কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ চার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ কর্মবিরতি পালন করে নার্সরা। এসময় অতি জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়।
আন্দোলনকারী নার্সরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সারাদেশের নার্সরা আন্দোলনে নেমেছে। আন্দোলনে অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার অপসারণের দাবী জানানো হয়েছে। একই সাথে ওই সকল পদে নার্সদের মধ্যে থেকে যোগ্যদের পদায়নের দাবী জানানো হয়।
কিন্তু গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগ দু’জন নার্সকে পরিচালক পদে পূর্ণ দায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। যা তাদের এক দফা দাবীর পরিপন্থী। এ প্রজ্ঞাপন সকল স্তরের নার্সরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মঙ্গলবার চার ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, চুয়াডাঙ্গা নাসিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক