হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ পাচারের সময় জব্দ করা হয়েছে। তবে ওষুধগুলো কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের সহায়তায় পাচার করা হচ্ছিল নাকি অন্যকিছু তা নিয়ে শুরু হয়েছে ধুম্রজাল। তবে স্থানীয় অনেকেরই ধারণা দায়িত্বরতদের সহায়তা ছাড়া সরকারি এতগুলো ওষুধ বাহিরে আনা সম্ভব না। সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জনৈক এক যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে শপিং ব্যাগে কিছু সরকারি ওষুধ নিয়ে বের হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত একটি ফার্মেসি মালিক তারেক মিয়া ছেলেটিকে ব্যাগের ভিতরে কি আছে বলে জানতে চায়। এ সময় ছেলেটির কথাবার্তায় সন্দেহ হলে তারেক মিয়া ব্যাগ দেখতে চাইলে ছেলেটি হাতের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে দেখা যায় অন্তত কয়েক হাজার টাকার সরকারি ওষুধ রয়েছে ব্যাগটিতে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি ওষুধ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার শাজাহান মিয়ার যোগসাজসে ওষুধগুলো বের করা হতে পারে। যদিও স্টোর কিপার শাজাহান বিষয়টি অস্বীকার করেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,বি,এম মাঈদুল হাছান জানান, কিছু সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।
বিডি প্রতিদিন/এএ