বুধবার থেকে নীলফামারীর ৮১০টি পূজামণ্ডপে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে মণ্ডপে মণ্ডপে।
শান্তিশৃৃৃৃঙ্খলা রক্ষা এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব সম্পন্নে মণ্ডপে মণ্ডপে পুলিশ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছে পুরো জেলায়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি প্রবীর গুহ রিন্টু জানান, রঙতুলি আঁচরে শেষ হয়েছে প্রতিমা সৌন্দর্য্যরে কাজ এছাড়া অন্যান্য সাজ সজ্জা এবং আলোক সজ্জার কাজও শেষ হয়েছে মণ্ডপগুলোতে।
আনুষ্ঠানিকভাবে বুধবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করছেন আইনশৃঙ্খলা রক্ষায়।
বাংলাদেশ হিন্দু মহাজোটের জেলা সভাপতি জুয়েল রায় জানান, শারদীয় দুর্গোৎসব ঘিরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আনন্দঘন পরিবেশে অন্যান্য বছরের ন্যায় এবারে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।
এদিকে উৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষরা কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। পোষাকের দোকান থেকে শুরু করে বিপনি বিতান এমনকি জুতোর দোকানেও ভিড় লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার দুপুরে নীলফামারীর ডোমারে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে শারদীয় দুর্গোৎসব ঘিরে একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা মনিটরিং করছি প্রতিটি কেন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষায় সকল সংস্থা কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ