দিনাজপুরের বোচাগঞ্জে সড়ক নির্মাণের ধীরগতি, অটো রাইস মিলের ছাই ও দূষিত পানির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলাবাসী। পরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রপ্ত) সাইফুল হুদার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় বোচাগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বোচাগঞ্জ দিনাজপুর সড়ক নির্মাণ কাজের ধীরগতির কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তাই অনতিবিলম্বে দ্রুত সময়ে সড়ক নির্মাণের কাজ শেষ করতে হবে।
তারা আরও বলেন, পৌর শহরের ভিতরে যত্রতত্র অটো রাইস মিল নির্মাণ করা হয়েছে, যার বিষাক্ত পানি ও ছাই এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। অটো মিলের বিষাক্ত পানি আশপাশের খাল-নালা ও ডোবায় ফেলার কারণে দেশীয় প্রজাতীর মাছ প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। প্রতিটি অটো রাইস মিলে পানি শোধনাগার (ইটিপি) ও ছাই প্রতিরোধক (ছাইক্লোন) নির্মাণের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাইনুল ইসলাম বুলু, হাফেজ রেদওয়ানুল কারিম রাবিদ, মো. এম ওয়ালী ফ্লাড, মো. এসফাকুর রহমান, কমরেড রশিদুল ইসলাম ও মো. নজরুল ইসলাম নজু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই