সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে আসা প্রায় দেড় কোটি টাকার পণ্য ও পশু আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৮ অক্টোবর) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি, প্রতাপপুর বিওপি, সংগ্রাম বিওপি’র বিজিবি সদস্যরা বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালান। এসময় ৭৯৬ পিস ভারতীয় শাড়ী, ১২০ কেজি পোস্তদানা, ৩৩৭ কেজি জিরা, এক হাজার ১৩৩ কেজি রসুন, ১৮৬ বোতল মদ, ১০ বোতল বিয়ার ও ১৯টি গরু আটক করা হয়। আটককৃত পণ্য ও পশুর মূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিডি প্রতিদিন/নাজিম