ঢাকা থেকে গ্রেফতার নারায়ণগঞ্জের আজমত উল্লাহ আজমত (৫০) নামে এক যুবলীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মোহসীন ৯ অক্টোবর শুনানির দিন ধার্য করে কারাগারে প্রেরণ করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আজমত উল্লাহকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মোহসীনের আদালতে উপস্থাপন করা হলে রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে প্রেরণ করেছেন।
এর আগে, গত ৭ অক্টোবর রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার একটি রেস্টুরেন্ট থেকে আজমত উল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজমত উল্লাহ ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। সেই সাথে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের একান্ত অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে আজমত উল্লাহকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাকে থানায় সোপর্দ করে র্যাব ১১-এর সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণসহ হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় আজমতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।
তিনি আরও বলেন, ফতুল্লা থানায় গত ২২ আগস্ট দায়ের করা ইব্রাহিম হত্যা মামলার ২২ নম্বর এজাহারনামীয় আসামি আজমত। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে থাকা অপর মামলাগুলোতে পরবর্তীতে অ্যারেস্ট দেখানো হবে।
বিডি প্রতিদিন/এমআই