মাদারীপুরের রাজৈরে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তার একটি ফসলি জমির পানির মধ্যে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল মৃধা ওই এলাকার মৃত ওহাব মৃধার ছেলে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি রাজৈর বাসস্ট্যান্ডে একটি কাউন্টারের টিকিট বিক্রির কাজ করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত সোমবার কাজে যান রবিউল মৃধা কিন্তু রাতে বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করে তার পরিবার। আজ মঙ্গলবার সকালে তার মরদেহ উক্ত স্থানে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
বিডি প্রতিদিন/নাজমুল