ভোলার চরফ্যাশনে বাকপ্রতিবন্ধী এক নারী (৩২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা!
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বাক প্রতিবন্ধী নারীর মা বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আবুল কাশেম পলাতক। আবুল কাশেম চরমানিকা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মোস্তফা ফরাজির ছেলে।
দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী মোস্তফা ফরাজির ছেলে আবুল কাশেম গত ১০ মে ভিকটিমের বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঈশারা ইঙ্গিতে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায় কাশেম। ভয়ে এ বিষয়ে কাউকে সে জানায়নি।এরপরে সে অন্তঃস্বত্ত্বা হয়ে মাকে ঘটনার বর্ণনা দেয়।
তার মা জানান, আমার বাক প্রতিবন্ধী মেয়েকে ৫ বছর আগে বিয়ে দেই। বিয়ের দু'মাস পর মেয়েকে তার স্বামী তাকে তালাক দেয়। এরপর থেকে আমার সাথেই থাকে। এক সপ্তাহ আগে মেয়ে শারীরিক অসুস্থ হওয়ায় হাসপাতালে নেয়ার পর ডাক্তার আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট দেখে জানান, সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। বাড়ি আসার পরে এই ঘটনায় কাশেমকে দেখিয়ে বলে সে তাকে ধর্ষণ করে। বিষয়টি আবুল কাশেমের পরিবারকে জানালে তাদের কাছে কোনো সারা পাইনি। পরে আজ মঙ্গলবার দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করি।
দক্ষিণ আইচা থানার নয়া অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদুল হক ভুঁইয়া জানান, ভিকটিমের মা মামলার দায়ের করেছেন। অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল