ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রেফায়েত উল হাসান, সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদ তালুকদার, মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, সাংবাদিক আবদুস সবুর কাজল, চরভদ্রাসন মৎস্য সমিতির সভাপতি মোহাম্মদ কাসেম খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্ষেত্র সহকারী শামীম আরেফিন। আগামী ১৩ সেপ্টেম্বর হতে মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ। এ বিষয়ে উপস্থিত মৎস্যজীবীদের সচেতন করার পাশাপাশি আইনগত বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। উপস্থিত মৎস্যজীবীরা এই ২২ দিন নদীতে মাছ না ধরার বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম