গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। বুধবার সকালে মন্দিরে মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা এবং সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব।
উপজেলা প্রশাসন তথ্যে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১০৯টি পূজা মণ্ডপ রয়েছে। এবার উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে প্রত্যেকটা মন্দিরে ৫০০ কেজি চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে। প্রশাসনের পক্ষ থেকে রয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রত্যেকটা মন্দিরে মনিটরিং এর ব্যবস্থা রয়েছে।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকশী জানান, উপজেলার বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে নেতাকর্মী উপস্থিত রয়েছেন। কোন পূজা মন্ডপে সমস্যা হলে বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করছি।
বিডি প্রতিদিন/এএ