বিনা উদ্ভাবিত ফসলের জাত সম্প্রসারণ ও বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক বরিশালে কর্মশালা হয়েছে। বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিনার উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চয়ালি যুক্ত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
সভাপতিত্ব করেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক, ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু।
মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।
বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, বরিশালের উপ-পরিচালক মো. মুরাদুল হাসান, পটুয়াখালীর উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. অলিউল আলম, সককারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, বরিশাল-ভোলা-ঝালকাঠি-পটুয়াখালী-বরগুনা-মাদারীপুর-শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, ঝালকাঠির অতিরিক্ত উপ-পরিচালক ইসরাত জাহান মিলি, দশমিনার উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহমেদ, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার আলী আহম্মেদ, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মো. কামরুল হাসান, পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, বাবুগঞ্জের কৃষক কাজী নজরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক, বীজ ডিলার, সার ডিলার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ