সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে সুজন মাহমুদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈড় গ্রামে এঘটনা ঘটে। মৃত সুজন মাহমুদ কালিয়াকৈড় গ্রামের মোহাম্মদ নবীনুরের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, মোহনপুর হাট থেকে ধান বিক্রি শেষে বৃষ্টির মধ্যে বাড়ী ফেরার পথে বাড়ীর ওঠানো পোছানো মাত্র বজ্রপাতের কবলে পড়ে। এতে সে গুরুত্বর আহত হলে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম