পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা ও পৌর শহরের চিংগরিয়া সার্বজনীন এবং জগন্নাথ নাট মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসব পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ হাবিবুর রহমান হাওলাদার।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাইমুল ইসলাম নাইম, অ্যাডভোকেট জেড এম কাওছার, সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, জয়েন্টে সেক্রেটারি হাফেজ জোবায়ের হোসেন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন শিকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ আশ্রাফী, সাধারণ সম্পাদক মুফতি মশিউর তারিকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই