ময়মনসিংহের ফুলপুরে বিষাক্ত সাপের কামড়ে সাদিয়া (৪) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়া ওই গ্রামের আব্দুল কুদ্দুসের কন্যা।
সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গরু ছাগল নিয়ে বন্যা কবলিত মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্যায় সাপের গর্তে পানি ওঠায় এবং লোকালয়ে চলে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই