বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আনন্দের সাথে এই প্রথম দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। বিএনপি সাম্প্রদায়িকতা বিশ্বাসী নয়। সকল ধর্মের মানুষ বাংলাদেশে এখন নিরাপদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সনাতন সম্প্রদায়ের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন এবং নির্বিঘ্নে শারদীয় উৎসব পালনের আহ্বান জানান।
পূজা মন্ডপ পরিদর্শনকালে আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, আক্কেলপুর পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বাদশা, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম